দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাল টাকাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই অচিন্ত কুমার, এএসআই রাশিদুল হাসান ও এএসআই নিয়ামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জয়রামপুর শেখপাড়াস্থ হারেজের চায়ের দোকানের সামনে থেকে ২০টি ৫০০ টাকার জাল নোটসহ দামুড়হুদা বাজারপাড়ার হানেফের ছেলে হাসান (৩০), উপজেলার ধান্যঘরা গ্রামের ইমান আলীর ছেলে মিন্টু (২৬) ও জয়রামপুর শেখপাড়ার মৃত মবের মণ্ডলের ছেলে হারেজ আলীকে (৫২) আটক করে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় জাল টাকা লেনদেনকারীচক্রের সাথে আরো লোকজন জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।