জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হরিহরনগরে ক্লাবঘর নির্মাণের দোহাই দিয়ে ক্ষমতাসীন দলের ইউনিয়ন পর্যায়ের এক নেতা সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন। গতকাল সোমবার আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম জমি দখলের লক্ষ্যে ওই জমিতে মাটি ফেলা শুরু করেছেন। জমির মালিক বাধা দিয়েও মাটি ফেলা বন্ধ করতে পারেনি। ফলে গতকালই প্রতিকার চেয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।
হরিহরনগর গ্রামের মৃত শামসুল হুদা বিশ্বাসের ছেলে ফজলুল হক রোকন দায়েরকৃত অভিযোগে বলেছেন, হরিহরনগর বাজারের রাস্তা সংলগ্ন তাদের জমি রয়েছে। এ জমির মাঝামাঝি সরকারি একটি গর্ত রয়েছে। ওই গ্রামের মৃত ওয়াছেফ বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম ক্লাব ঘর নির্মাণের দোহাই দিয়ে গতকাল ওই জমি দখলের উদ্দেশে জোরপূর্বক মাটি ভরাট করা শুরু করে। এ কাজে তাকে বাধা দেওয়া হলে নিজেকে ক্ষমতাশীন দলের নেতা পরিচয় দিয়ে হুমকি-ধামকি দিয়ে মাটি ভরাট অব্যাহত রাখে। ফলে নিরুপায় হয়ে তিনি গতকালই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।