মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারায় ব্রেন্ডন ম্যাককালামের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস গেইল। গতককাল রোববার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪১ বলে ৯০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান গেইল। ইনিংসটি তিনি সাজান ৯টি চার ও ৭টি ছক্কায়। এ ৭টি ছক্কায় টি-টোয়েন্টি ক্রিকেটে গেইলের মোট ছয় হলো ৮৭। নিউজিল্যান্ডের মারমুখি ব্যাটসম্যান ম্যাককালামও আন্তর্জাতিক ক্রিকেটে ৮৭টি ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের চেয়ে বেশি ছক্কা আর কেউ মারেনি। একদিক থেকে অবশ্য ম্যাককালামের চেয়ে গেইল এগিয়ে। ম্যাককালাম ৮৭টি ছক্কা মারতে খেলেন ৭০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। আর গেইল তা মারেন ৪৫ ম্যাচ খেলেই।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।