মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার সহায়তা নিয়ে ইরাকি ও কুর্দিদের যৌথবাহিনী তীব্র লড়াইয়ের পর ইসলামিক স্টেটের (আইএস) ৭০ জঙ্গিকে হত্যা করেছে। গত রোববার মসুলের দক্ষিণে উত্তর ইরাকের সুলতান আবদুল্লাহ গ্রামে আইএস জঙ্গিরা হামলা শুরু করলে দুপক্ষের লড়াই শুরু হয়। হামলা চালিয়ে গ্রামটি দখল করে নেয় আইএস জঙ্গিরা। কিন্তু ইরাকি ও কুর্দি বাহিনী আইএস অবস্থানের ওপর পাল্টা তীব্র হামলা চালায়। এ সময় জোট বাহিনীর বিমানগুলোও আইএস অবস্থানে হামলা চালায়। লড়াই থামার পর গ্রামটির প্রান্তে ৭০ জন আইএস জঙ্গির লাশ পড়ে ছিলো বলে জানিয়েছেন ওই সূত্র। এদের মধ্যে জ্যেষ্ঠ আইএস নেতা তাহা আল-আফ্রির লাশও ছিলো বলে জানিয়েছেন তিনি। লড়াইয়ের কুর্দি পেশমেরগা বাহিনীর দু সদস্য নিহত ও পেশমেরগা কমান্ডার ওথমান তিরানিসহ পাঁচজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরাকি-কুর্দি যৌথ বাহিনী আইএস গ্রামটি ও এর আশপাশে আইএস’র অন্যান্য অবস্থানের ওপর গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছিলো। গ্রামটি পুনর্দখল করার জন্য সম্মিলিত পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলো যৌথবাহিনী।