হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামে গতকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন ফুটবল মাঠের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ ও কুষ্টিয়া জেলা ফুটবল একাদশের একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ ৪-০ গোলে কুষ্টিয়া জেলা ফুটবল একাদশকে পরাজিত করে। রেফারি হিসেবে ছিলেন মিটুল মুন্সি।
মোচাইনগর গ্রামবাসীদের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেজু। প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ডা. আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা রকিবুল ইসলাম, টোকন মুন্সি। সার্বিক দায়িত্বে ছিলেন রানা মুন্সি।