স্টাফ রিপোর্টার: হাইকোর্টের একটি আদালত কক্ষে বইয়ের ভেতরে ককটেল পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে এনেক্স ভবনের ৯ নম্বর বিচারকক্ষের ভেতরে আইনজীবীদের বসার বেঞ্চে বইটি পাওয়া যায় বলে সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুন্নাহার জানিয়েছেন। বইয়ের ভেতরে কেটে কৌশলে বসানো ককটেল পাওয়ার পর বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালতটিতে বসেন। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, গতকাল রোববার দুপুরের বিরতির পর শুনানির জন্য তারা এজলাসের ভেতরে যান। এ সময় তারা আইনজীবীদের বসার টেবিলের ওপর একটি মোটা আইনের বই দেখতে পান। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ অফিসার আবদুল্লাহ হাসিব খান বইটি খুললে ভেতরে পাতা কেটে বসানো অবস্থায় লাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি দেখতে পান। এ সময় তার চিৎকারে উপস্থিত আইনজীবীরাসহ অন্যরা আদালত কক্ষ ত্যাগ করেন। পরে সেখানে পুলিশ ও সংবাদকর্মীরা গিয়ে বোমাটি দেখতে পান। উদ্ধার করা বস্তুটি আদালতের মাঠে নিয়ে যায়। ডিএমপির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ রহমতউল্লাহ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি বোমাসদৃশ বস্তু। আমাদের বোমা ডিস্পোজাল টিম এটি পরীক্ষা-নিরীক্ষা করবে। তখন উদ্ধার হওয়া বস্তুটির শক্তি ও কার্যকারিতা বোঝা যাবে।