সরোজগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মিছিল

 

সরোজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ যুবলীগ ছাত্রলীগ চুয়াডাঙ্গা সরোজগঞ্জ শাখা ২০ দলীয় জোটের অবরোধে প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সরোজগঞ্জ চৌরাস্তা মোড় থেকে চুয়াডাঙ্গা সদর থানা যুবলীগের যুগ্মআহ্বায়ক নিলুয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সরোজগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরোজগঞ্জ ধানের হাটে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ যুবলীগ নেতা আজিজুল হক আঙ্গুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিলুয়ার হোসেন, সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সভাপতি জুয়েল রানা, সাবেক সহসভাপতি আশিকুর রহমান আশিক, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সহভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, মেহেদি, মারুফ, হোসেন আলী, পলাশ, উজ্জল, বিকন্ন কুমার ঘোষ, তোতা, জামাল, ফুল মিয়া, হাফিজুর, সাহাদুল প্রমুখ।