মাথাভাঙ্গা মনিটর: শার্লি এবদোর কার্টুন ছাপানো জার্মানির হামবুর্গে একটি পত্রিকা অফিসে গতকাল রোববার সকালে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনক আটক করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শার্লে এবদোয় দফতরে ন্যাক্কারজনক জঙ্গি নাশকতার পর মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সরব হয় হামবুর্গের মর্গানপোস্ট নামে ওই সংবাদপত্রটি। প্যারিসের শার্লে এবদোয় প্রকাশিত কিছু কার্টুন তারা সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছিলো। সেই কারণেই হামলা কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। খবরে বলা হয়, দফতরের জানালা লক্ষ্য করে পাথর ছোঁড়ে আঁততায়িরা। আগুন লাগিয়ে দেয়ারও চেষ্টা হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। হামবুর্গের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এখনও এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। যাদেরকে আটক করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত কিছু বলতে চাইছে না পুলিশ।