রাষ্ট্রদ্রোহ মামলায় ইটিভি চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে

 

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রদ্রোহ মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে গতকাল রোববার দুপুরে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে তেজগাঁও থানা পুলিশ। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সাংবাদিকদের জানান, মামলার সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ড আবেদন করা হয়।