স্টাফ রিপোর্টার: কেরানীগঞ্জে ট্রাকচাপায় এক নারী পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল পৌনে ৩টার দিকে কেরানীগঞ্জের নাজিরাবাগে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ভোরে রাজধানীর ফকিরাপুলে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনায় দু পুলিশ সদস্য নিহত হন। কেরানীগঞ্জে নিহতদের মধ্যে পুলিশ সদস্য সেলিনার (২৫) পরিচয় জানা গেছে। তিনি কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। ঢাকা জেলার এসপি হাবিবুর রহমান জানান, অবরোধের মধ্যে সেলিনা কদমতলীতে দায়িত্ব পালন করছিলেন। দুপুরের খাবার খেতে একটি অটোরিকশায় করে থানার দিকে যাচ্ছিলেন তিনি। ওই অটোরিকশায় তার সাথে আরেক নারী ছিলেন। অটোরিকশাটি নাজিরাবাগে পৌঁছুলে দ্রুত গতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে চালক ও দু আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান এসপি হাবিব। এর আগে ভোর ৬টার দিকে ফকিরাপুলে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে ট্রাকের ধাক্কায় দু নারী পুলিশ নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন নারী পুলিশ সদস্য।