ভ্রাম্যমাণ আদালতের অভিযান : বালিব্যবসায়ী স্বপনের জরিমানা

গাংনীর কাজিপুর মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বালি উত্তোলন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গ্রামে মাথাভাঙ্গা নদীতে ড্রেজিং দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে মাহবুবুল ইসলাম স্বপন নামের এক বালিব্যবসায়ীর আবারো জরিমানা হয়েছে। এবার তার কাছ থেকে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১৫ হাজার সেপ্টি বালি ও ড্রেজিং সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ওই অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাজিপুর গ্রামের হাজিপাড়ায় মাথাভাঙ্গা নদী থেকে একই গ্রামের স্বপন গত কয়েক দিন ধরে ড্রেজিং দিয়ে বালি উত্তোলন করছিলেন। এতে নদী ভাঙনের কবলে পড়ে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালি ও ড্রেজিং সরঞ্জাম জব্দ এবং অবৈধ বালিব্যবসায়ী স্বপনকে আটক করা হয়। বালি মহাল ও মাটি রক্ষা আইন ২০১০ অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করে ৫৮ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পরে জরিমানা পরিশোধ করে মুক্তি পান স্বপন। জব্দকৃত বালি ও মালামাল পীলতলা পুলিশ ক্যাম্প, স্থানীয় ইউপি সদস্য এবং তহশিলদারের জিম্মায় দেয়া হয়। গত বছর একই জায়গায় একইভাবে বালি উত্তোলনের অপরাধে স্বপনের কাছ থেকে ৫০ হাজার জরিমানা আদায় করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের ভ্রাম্যমাণ আদালত।