ঝিনাইদহ পৌরসভায় অনলাইনে বিল ও কর পরিশোধ কার্যক্রমের উদ্বোধন

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌরসভায় মোবাইল ব্যাংকিঙের মাধ্যমে পৌরকর ও বিল পরিশোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে ডা. কে আহমদ পৌর কমিউনিটি সেন্টারে এ কার্যত্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে সাবেক পৌর চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, নাগরিক সমাজের সভাপতি মাসুদ আহমেদ সঞ্জু, ঝিনাইদহ ফারইস্ট ইসলামী সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার মোস্তফা মো. ইকরামুজ্জামান, শিওর ক্যাশ প্রতিনিধি নাজমুল হাসান ও শাহরিয়ার আক্তার, পুরাতন ডিসিকোর্ট জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মো. বসির উল্লাহ, পৌরসভার কর আদায়কারী সনৎ কুমার বসু বক্তব্য রাখেন। ঝিনাইদহ পৌরমেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু জানান, এ কার্যক্রমের মাধ্যমে পৌরবাসী তাদের বিল এবং কর দ্রুত ও স্বাচ্ছন্দ্যে প্রদান করতে পারবেন।