কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার ধান্যঘরা গ্রামে ডাকাতদল হানা দিয়ে বাড়ির গৃহকর্তাকে জিম্মি করে নগদ টাকা ও গয়নাগাটি লুট করে নিয়ে গেছে। গতপরশু শনিবার রাতে ধান্যঘরা গ্রামের মণ্ডলপাড়ায় আপেল মণ্ডলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা গেছে, দামুড়হুদার উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের গত শনিবার রাত ১টার দিকে ধান্যঘরার মণ্ডলপাড়ার বাদশা মণ্ডলের ছেলে আপেল মণ্ডলের বাড়িতে ১০/১২ জনের ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। আপেল মণ্ডলকে ধারালো অস্ত্রে মুখে জিম্মি করে ডাকাতদল নগদ ৫ হাজার টাকা, দু ভরি সোনার গয়না, ১টি মোবাইলফোনসহ মূল্যবান মালামাল ডাকাতি করে পালিয়ে যায়। অপরদিকে একই রাতে ধান্যঘরার মালিতাপাড়া থেকে ঝড়ুর বাড়িতে ডাকাতদল হানা দিয়ে একটি আলমসাধু নিয়ে যায়।