স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ (২) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম চেক ডিজঅনার (এনআই অ্যাক্ট) মামলায় মোহাম্মদ কবরুল নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চার লাখ ২২ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত কবরুলের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামে। সে ওই গ্রামের মোহাম্মদ কালুর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলার মোর্তুজাপুর গ্রামের মৃত আলমের ছেলে পিসকার চৌধুরীর কাছ থেকে ২ লাখ ১১ হাজার টাকা গ্রহণ করেন। এ বিষয়ে কবরুল সরোজগঞ্জ সোনালী ব্যাংকের একটি চেক প্রদান করেন পিসকার চৌধুরীকে। ব্যাংকে টাকা না পাওয়ায় মামলার বাদী পিসকার আদালতে মামলা দায়ের করেন। বিচারকার্য চলাকালে কবরুল আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করেন। আদালত মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আসামি কবরুলের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দ্বিগুণ অর্থ জরিমানা করে উল্লেখিত সাজার আদেশ দেন।