মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেইন নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়ে সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ বলেছেন, এ সঙ্কটকে কেন্দ্র করে ইউরোপে বড় ধরনের যুদ্ধ এমনকি পরমাণু যুদ্ধও বাধতে পারে। তিনি বলেন, ওই অঞ্চলের চলমান উত্তেজনায় কেউ নিয়ন্ত্রণ হারালে আমরা কেউই টিকবো না। জার্মানির সাপ্তাহিক ডার স্পাইগেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন গর্বাচেভ। শনিবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। এতে গর্বাচেভ রাশিয়া এবং পশ্চিমের মধ্যে আস্থাহীনতাকে বিপর্যয়কর আখ্যা দিয়ে এ বরফ গলাতে হবে বলে মন্তব্য করেন। পূর্ব ইউরোপে নেটোর বিস্তারের ফলে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও সমালোচনা করেছেন গর্বাচেভ। পশ্চিমা বিশ্ব এবং নেটো তাদের জোট সম্প্রসারণ করার মধ্যদিয়ে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ক্রেমলিনের কোনো নেতাই এ ধরনের বিষয়গুলোকে আমল না দিয়ে পারেন না। গর্বাচেভ আরো বলেন, পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তারের মধ্যদিয়ে ১৯৭৫ সালের হেলসিংকি চূড়ান্ত অধ্যাদেশ অনুযায়ী গৃহীত ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। এ ধরনের যুদ্ধ অবশ্যম্ভাবীরূপে পরমাণু যুদ্ধ উসকে দেবে। দু’পক্ষের প্রজ্ঞাপন, প্রপাগাণ্ডা থেকে আমি অত্যন্ত খারাপ কিছুরই আশঙ্কা করছি।