আলমডাঙ্গা কান্তপুরের আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের ইন্তেকাল : আজ দাফন

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক আতিকুল হক বুলবুল ওরফে রোকনের পিতা এলাকার বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন আর নেই (ইন্নালিল্লাহে…….রাজেউন)। গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টায় কান্তপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের মৃত রমজান মণ্ডলের সেজ ছেলে আলতাফ হোসেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। প্রায় দু মাস ধরে ফুঁসফুঁসে ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে সম্প্রতি তাকে বাড়িতে ফেরত আনা হয়। গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আলতাফ হোসেন ছিলেন মুন্সিগঞ্জের সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক আতিকুল হক বুলবুল রোকনের পিতা এবং মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস হোসেন সেন্টু ও চুয়াডাঙ্গা কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইখলাস হোসেন মন্টুর ভগ্নিপতি। আলতাফ হোসেন মৃত্যুকালে স্ত্রী জোছনা বেগম, এক ছেলে, এক মেয়ে, নাতিনাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বেলা ১১টায় কান্তপুর নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে।