অবরুদ্ধ খালেদা আখেরি মোনাজাতে অংশ নিলেন

 

স্টাফ রিপোর্টার: গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিলেন। বরাবরই টঙ্গীতে বিশ্ব ইজতেমায় গিয়ে মোনাজাতে অংশ নিলেও এবার ব্যতিক্রম ঘটনা ঘটলো বিএনপির চেয়ারপারসনের ক্ষেত্রে। অবরুদ্ধ থাকার কারণে এবার তিনি টঙ্গীতে যেতে পারেননি। রাজধানীর গুলশান কার্যালয়ে অষ্টম দিনের মতো অবরুদ্ধ হয়ে আছেন খালেদা। চেয়ারপারসনের প্রেস উইঙের সদস্য শামসুদ্দিন দিদার জানান, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, শাম্মি আক্তার, শওকত আরা উর্মি, মাসুমা মির্জা, শাহিনুর আকতার সাগর, সুলতানা রাজিয়া শাওনসহ অন্যান্য নেতারা মোনাজাতে অংশ নেন। ঢাকার অদূরে তবলিগ জামাতের বৃহত্তর জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত গতকাল রোববার সকাল ১১টা ২০ মিনিটে শুরু হয়। দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করেন।