ভুলটিয়া বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির একটি পোস্টার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল ভুলটিয়া বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে লালকালি দিয়ে লেখা পোস্টারটি আলোচনার ঝড় তুলেছে। আতঙ্কও ছড়িয়েছে কারো কারো মধ্যে। অবশ্য পোস্টারটি গত শুক্রবার সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশ অপসারণ করেছে।

জানা গেছে, লাল বাহিনীর সাগর বলে পরিচয় দিয়ে লাল কালি দিয়ে লেখা পোস্টারে লাল ছালাম দিয়ে মেম্বার মহসিন আলী, মজিদ, খালেক ও মোতালেবের বিরুদ্ধে সালিসে অর্থ আদায়ের অভিযোগ তুলে আপত্তিকর উক্তি করা হয়েছে। বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে সমস্যাগুলোর সমাধান না হলে আপনাদের সাথে দেখা হবে। শেষে লেখা আছে- লাল কালিতে টাইপ হবে জীবন।

এ বিষয়ে সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ কাজী বায়োজিদ আহমেদ বলেছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এলাকার কিছু কুচরিত্রের লোকজন সম্মানি ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের আপত্তিকর কথা লিখে দেয়ালে লাগিয়েছে।