মুজিবনগর প্রতিনিধি: খেয়ে ট্রেনে উঠি, ট্রেন থেকে নেমে আর বাড়িতে যেতে পারি নাই, বাড়ি কানাইপুর, শালতাই ফরিদপুর। তিন ছেলে ফরিদ, সোনা। চেয়ারম্যান মিনাজুল, মেম্বার আনার উদ্দীন। উপরোক্ত কথাগুলো সোহাগী (৫৫) নামের বয়োবৃদ্ধা এক নারীর। পথ ভুলে গত তিন সপ্তা ধরে তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে অবস্থান করছেন। ওই কথাগুলো ছাড়া তার পরিচয় সঠিকভাবে বলতে পারছেন না।
গত তিন সপ্তাহ আগে তিনি আনন্দবাস গ্রামে আসেন। এ বাড়ি থেকে ওবাড়ি ঘুরে বাড়ি যাব বাড়ি যাব বলে কান্নাকাটি করেন। শেষ পর্যন্ত তার ঠাঁই হয় আনন্দবাস গ্রামের ইউপি সদস্য সোনাল উদ্দীনের বাড়িতে। তিনি আশ্রয় দিয়েছেন কিন্তু সঠিক পরিচয় না পাওয়ায় স্বজনদের কাছে ফেরত পাঠাতে পারছেন না।