ঝিনাইদহ প্রতিনিধি: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি সবধরনের নাশকতা বন্ধে পুলিশ, র্যাব ও বিজিবির আয়োজনে ঝিনাইদহে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঝিনাইদহ পায়রা চত্বরে ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান মনি।
বক্তব্য রাখেন- র্যাব-৬’র অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, দিদার আহমেদ, রফিকুল ইসলাম, বিজিবির কমান্ডিং অফিসার জাহিদ, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা পরিষদ প্রশাসক আবদুল ওয়াহেদ জোয়ারদার, ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির, ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদুল ইসলাম বক্তব্য রাখেন। পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।