ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের মাঠে পানবরজে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের শুকুর আলীর ছেলে আজমত আলীর ১৫ কাঠা জমির পানবরজে শক্রতামূলকভাবে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে পানবরজে ব্যাপক ক্ষতি হয়। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা।