দক্ষিণ কোরিয়ায় অ্যাপার্টমেন্টে আগুন : তিনজনের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ কোরিয়ার সিউলের উত্তরে ইউইজিয়োংবু নগরীর একটি অ্যাপার্টমেন্ট ভবনে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের প্রাণহানি ও আরো শতাধিক আহত হয়েছে। আহতদের সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে। নগরীর মেয়র আহন বাইয়েং-ইয়োং সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তিন জন নিশ্চিতভাবে মারা গেছে এবং আরো ১০১ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, ১০তলা অ্যাপার্টমেন্ট ভবনটিতে ১৭৫ জন বাসিন্দা বাস করত। নিচতলার একটি পোস্ট বক্স থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় ইয়োনহাপ।