খবর:(অনির্দিষ্টকালের অবরোধে যানবাহনে আরও আগুন-ভাঙচুর)
আর কতোদিন জ্বালাও পোড়াও চলবে
বাস বাড়ি ঘর অফিস সড়ক জ্বলবে
কে এর জবাব দেবে
কে তার হিসেব নেবে।
আর কতোদিন মানুষ পুড়ে মরবে
হাসপাতালও জেল কারাগার ভরবে
কে সেই খবর জানে
নিচ্ছে না কেউ কানে।
আর কতোদিন জ্যান্ত মানুষ পুড়বে
শোকার্তরা শ্মশান-কবর খুঁড়বে
কে সেই খবর রাখে
সবাই দুর্বিপাকে!
-আহাদ আলী মোল্লা