ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে শিক্ষার্থীদের মাসিক বৃত্তি ও দৃষ্টি প্রতিবন্ধীকে এককালীন টাকা সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা এলাইভ। এতে সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী বিলকিস হোসেন ও স্পন্ধন বি (ইউএসএ)। ১৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক ৮শ টাকা বৃত্তি প্রদান করে সংস্থাটি। এছাড়া মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মো. আবুল বাশারকে এককালীন এক লাখ টাকা সহায়তা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন এলাইভের চেয়ারম্যান মেহেদী হাসান মাছুদ। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন। অতিথি হিসেবে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মমিনুর রহমান, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সাখাওয়াত হোসেন, মীর নাসির উদ্দিন, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ নব কুমার বিশ্বাস।