মাথাভাঙ্গা মনিটর: ভালো চলছিলো অনুষ্ঠান। কিন্তু হঠাত পুলিশের আগমনে পণ্ড হয়ে গেছে বলিউডের চলচ্চিত্র পরিচালক অভিনেত্রী ফারহা খানের জন্ম দিনের পার্টি। এখানেই শেষ নয় উচ্চ শব্দে মিউজিক বাজানোর অপরাধে দিতে হয়েছে জরিমানাও। গত বৃহস্পতিবার জন্মদিন উপলক্ষে ফারহার মুম্বাইয়ের বাড়ি আশিয়ানায় চলছিলো এক জমজমাট অনুষ্ঠান। ক্যাটরিনা থেকে শুরু করে ঐশ্বর্য, অভিষেক, শাহরুখসহ বলিউডের প্রায় সব তারকায় উপস্থিত ছিলেন। কিন্তু গভীর রাতে ছয়জন পুলিশ সদস্য তাদের পার্টিতে প্রবেশ করে। তারা উচ্চ আওয়াজে গান বাজানোর অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করে এবং অনুষ্ঠান শেষ করার আদেশ দিয়ে চলে যান।