ষ্টাফ রিপোটার : দামুড়হুদা উপজেলা সদর ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এক বুদ্ধিপ্রতিবন্ধীর ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুদ্ধিপ্রতিবন্ধী মর্জিনা দামুড়হুদা মহিলা বিষায়ক অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করছেন বলে জানা গেছে।
দামুড়হুদা মহিলা বিষয়ক অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দামুড়হুদার দশমীপাড়ার মোজাম্মেল হকের মেয়ে মর্জিনা বুদ্ধি প্রতিবন্ধী। তার ভোটার আইডি কার্ড, ছবি নিয়ে ভিজিডি’র-২০১৩ ইং জানুয়ারি থেকে ডিসেম্বর ২০১৪ (২ বছর মেয়াদী) পর্যন্ত মর্জিনার ভিজিডির কার্ড চালু করা। কার্ড প্রস্তুতে অগ্রণী ভূমিকা রাখেন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন। কার্ড করা হলেও প্রতিবন্ধী চাল অথবা গম পাননি। ২৩ ডিসেম্বর ট্যাক্স আদায়কারী মর্জিনার ভিজিডির শেষ কার্ডটি তার বাড়িতে পৌঁছে দিলে ৩০ ডিসেম্বর মর্জিনা দামুড়হুদা মহিলা বিষয়ক অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল এ বিষয়ে তদন্ত করেন। এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান জানান, আবুল হাসেমের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে।