জাফরপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জাফরপুরে প্রত্যয় মাদকাসক্তি পুনর্বাস কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ কেন্দ্রের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রের ব্যবস্থাপক কামরুজ্জামান বিপ্লব। প্রধান অতিথি মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এখান থেকে যখন কোনো মাদকসেবী সত্যিকার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করবে তখনই আমার উদ্বোধন স্বার্থক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যয়ের পরিচালনা পর্ষদের সদস্য খালিছুর রহমান, সোহেল রানা, হুমায়ুন কবীর রানা ও আব্দুল আলীম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, একই ভবনে প্রত্যাশা মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের কর্মকাণ্ড পরিচালিত হতো। মাস কয়েক আগে এখানে একজন রোগীর মৃত্যুর ঘটনার পর প্রশাসন কেন্দ্রটি সিলগালা করে দেয়।