গাংনী পৌর ও ধানখোলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

 

গাংনী প্রতিনিধি: নতুন কমিটি গঠনের লক্ষ্যে মেহেরপুরের গাংনী পৌরসভা ও ধানখোলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে আলোচনাসভা শেষে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গাংনী পৌরসভায় আহ্বায়ক হাবিবুর রহমান ও যুগ্মআহ্বায়ক মহিবুল ইসলাম। ধানখোলা ইউনিয়নে মইনাল হোসেন আহ্বায়ক ও আমিনুল ইসলামকে যুগ্মআহ্বায়ক মনোনীত করা হয়েছে। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী।