মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিপক্ষে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার পথে অসাধারণ একটি রেকর্ড গড়েছেন স্টিভেন স্মিথ। টেস্ট ক্রিকেটে ৪ বা এর চেয়ে কম ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। চলমান সিডনি টেস্টের চতুর্থ দিনে শুক্রবার ৭১ রান করার পথে রেকর্ডটি গড়েন স্মিথ। চার টেস্টের এ সিরিজে তার মোট রান ৭৬৯। ১২৮.১৬ গড়ে এ রান করতে চারটি শতক ও দুটি অর্ধশতক করেন তিনি। রেকর্ডটি গড়তে গ্রাহাম গুচকে ছাড়িয়ে যান মাইকেল ক্লার্কের অনুপস্থিতে অধিনায়কত্ব পাওয়া স্মিথ। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে ৩ টেস্টের সিরিজে ৭৫২ রান করেছিলেন ইংল্যান্ডের সাবেক এ ক্রিকেটার। সিরিজে ৪ ম্যাচ খেলে স্মিথের চেয়ে বেশি রান করেছেন কেবল ভিভ (৮২৯) ও গাভাস্তার (৭৭৪)। তবে তাদেরটা ছিলো ৫ ম্যাচের সিরিজ। সিডনির চতুর্থ দিনে আরেকটি রেকর্ড গড়েন স্মিথ। কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের প্রায় ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে স্মিথই এখন ভারতের বিপক্ষে কোনো সিরিজে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া গত বুধবার এ টেস্টের দ্বিতীয় দিনে একটি রেকর্ড স্পর্শ করেন স্মিথ; ৪ টেস্টের সিরিজের সব ম্যাচে শতক করার কৃতিত্ব দেখান তিনি। কমপক্ষে চার টেস্টের সিরিজে এর আগে সবকটি ম্যাচেই শতক করার রেকর্ড শুধু দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসেরই ছিলো। ক্যালিসকে ছোঁয়ার দিনে ১১৭ রান করেন এ ডানহাতি ব্যাটসম্যান। অ্যাডিলেইডের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৬২ রান করেন স্মিথ। তারপর মাইকেল ক্লার্কের অনুপস্থিতি ব্রিসবেন ও মেলবোর্নেও শতক করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। ভারতের বিপক্ষে চলমান সিরিজে ২-০ ব্যবধানে আগেই জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শেষ টেস্টের চতুর্থ দিন শেষে ৩৪৮ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।