মাথাভাঙ্গা মনিটর: নতুন বছরের শুরুতেই নিজেদের সম্পর্ককে অন্য মাত্রা দিলেন রনবীর কপূর-ক্যাটরিনা কাইফ। লন্ডনে আংটি বদল করলেন দুজনে। রনবীর ও ক্যাটরিনা দুজনের মায়ের ইচ্ছেতেই হল এনগেজমেন্ট। ক্যাটরিনার পরিবারের সদস্যরা লন্ডনে থাকেন। সেই কারণেই লন্ডনে এনগেজমেন্টের অনুষ্ঠান লন্ডনে করার পরিকল্পনা করেন রনবীর-ক্যাটরিনা। রনবীরের বাবা, মাও গিয়েছিলেন আংটি বদলের অনুষ্ঠানে। অনুষ্ঠানের আয়োজন করে ক্যাটরিনার পরিবার। একেবারেই ব্যক্তিগত পরিসরে আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্তিতিতে হয় অনুষ্ঠান। সম্প্রতি নিজেদের নতুন বাড়িতে একসাথে থাকতে শুরু করেছেন রনবীর-ক্যাট। এ বছর জগগা জাসুস ছবিতে একসাথে পর্দায় দেখা যাবে দুজনকে।