মেহেরপুর অফিস: সারাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৪ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আলোচনাসভা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আযম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কমর উদ্দিন প্রমুখ।