মহেশপুর/ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সামন্তার লালপুরে যৌতুকলোভী স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে স্বামীগৃহে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক রুহুল আমিন পালিয়েছে।
এলাকাবাসী ও মহেশপুর থানাসূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলা সামন্তা লালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুহুল আমিন ধার-দেনায় জড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার সকালে সে তার স্ত্রী গোলেহার খাতুনকে (২৪) ধার-দেনা পরিশোধের জন্য তার পিতার বাড়ি থেকে টাকা আনতে বলে। স্ত্রী গোলেহার খাতুন টাকা আনতে অস্বীকৃতি জানায়। এ সময় তার স্বামী রুহুল আমিন ক্ষিপ্ত হয়ে গোলেহার খাতুনকে আঘাত করে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে নেয়া হয়েছে বলে জানিয়েছেন। এ বিষয়ে মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।