ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিয়ে বন্ধ

 

মেহেরপুর অফিস: বাল্যবিয়ের প্রস্তুতিকালে মেহেরপুরের একটি ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধসহ কনের নানাকে এক হাজার টাকা জরিমানা আদায় করেছেন এবং মেয়ের মা ও নানার নিকট থেকে বাল্যবিয়ে দেবে না বলে মুচলেকা নিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে ওই ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রাইপুর গ্রামের নান্টুর মেয়ে স্থানীয় হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী নার্গিস খাতুনের সাথে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের হাসানের বিয়ে ঠিক হয়। গতকাল শুক্রবার ছিলো বিয়ের ধার্য্য দিন। বিয়ের প্রস্তুতিকালে দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শাহিনুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তিনি কনের নানা শহিদুল ইসলামের নিকট থেকে এক হাজার টাকা জরিমানা আদায় এবং মা ও নানার নিকট থেকে বাল্যবিয়ে দেবেন না বলে মুচলেকা লিখে নিয়ে যান। এ সময় সদর থানা পুলিশের এএসআই মুস্তাহাব সেখানে উপস্থিত ছিলেন।