মাথাভাঙ্গা মনিটর: ভারতের ইতিহাসের অন্যতম সেরা পেসার জাভাগাল শ্রীনাথ। অনেক সাফল্য পেলেও বিশ্বকাপ জিততে পারেননি, গতবার যে সাফল্যে ভেসেছে উত্তরসূরিরা। বর্তমানে আইসিসি ম্যাচ রেফারি এবারের ভারত দল নিয়েও আশাবাদী। ফর্মে থাকা মুরালি বিজয় কিংবা গত বিশ্বকাপের নায়ক যুবরাজ সিংকে ২০১৫-র স্কোয়াডে না রাখায় প্রশ্ন উঠলেও আইসিসির জন্য দেয়া নিজের কলামে নির্বাচকদের পক্ষেই কথা বলেছেন শ্রীনাথ।