দামুড়হুদার নতিপোতা ইউপির অদূরে করিমন উল্টে নারী ও শিশুসহ আহত ৫

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদের অদূরে করিমন উল্টে একই পরিবারের ৪ জন সদস্য গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে।

[ads1]
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামের নস্কর আলীর ছেলে জুয়েল (৩০) গ্রামের একই পরিবারের ৪ জনকে নিয়ে চুয়াডাঙ্গার হাতিকাটায় ভাড়ায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে নতিপোতা ইউনিয়ন পরিষদের ব্যাকে করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে করিমনে থাকা একই পরিবারের ৪ জন সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন- কালিয়াবকরী গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী বিলকিস খাতুন (৪০), লিয়াকত আলীর স্ত্রী নার্গিস খাতুন (২৮), জয়নালের স্ত্রী মমতাজ খাতুন (৫৫), আরমান আলীর ছেলে আলামিন (১২) ও করিমনচালক নস্কর আলীর ছেলে জুয়েল (৩০)।

এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে বিলকিস খাতুনের হাত এবং নার্গিস খাতুনের কোমর ও পা গুরুতর জখম হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন।