ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে স্ত্রী ও তিন মেয়ের হাতে লাঠিপেটা খেয়ে রক্তাক্ত জখম হলেন আ. হামিদ।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের আ. হামিদের পরিবারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী ও তিন মেয়ের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হামিদের স্ত্রী কাঞ্চন বিবি ও তার তিন মেয়ে দুলালী, মরিয়ম ও হাফিজা খাতুন আ. হামিদকে (৫৫) বেধড়ক মারপিট করে। তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল শুক্রবার সকালে প্রতিবেশীদের নিয়ে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আ. হামিদের কাছে স্ত্রী ও তিন মেয়ে ক্ষমা চেয়ে নেন।