দামুড়হুদার কার্পাসডাঙ্গা পরিবার কল্যাণ সহকারী শিয়োন আর নেই

 

ভ্রাম্যমা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারপাড়ার মরহুম মিজানুর রহমান মিজার স্ত্রী পরিবার কল্যাণ সহকারী আয়শা সিদ্দীকা শিয়োন আর নেই। তিনি গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)।
[ads1]গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা আ. হান্নান ও তার সহকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।