খবর:(জীবননগরে ছেলের ধারালো অস্ত্রের কোপে পিতা রক্তাক্ত জখম)
পিতার ঘাড়ে কোপ মেরেছে ছেলে
ছেলে তো নয় ফিল ফাজিলের যম
এমন ছেলে ঘর থেকে দাও ফেলে
বাড়ি বাড়ি কী ঘটে হরদম!
নষ্ট ছেলের মাথায় কী গো পোকা
নইলে কি আর মারতে পারে কোপ
বাপরা কেন আদর করে খোকা
মায়ের চোখে আঁধার ভরা ঝোঁপ।
জন্মদাতার কপাল কেন পোড়া
চোখ দুটোতে জল ছলছল তার
ওই ছেলেটা আস্ত বদের গোড়া
কিংবা হবে আস্ত কুলাঙ্গার।
Ñআহাদ আলী মোল্লা