ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর চার সদস্য আহত

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দা নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়েছে সেনাবাহিনীর একটি গাড়ি। চালকসহ আহত হয়েছেন চার সেনা সদস্য। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি ছগির হোসেন মিয়া জানান, সেনাবাহিনীর সিগনাল কোরের সদস্যরা একটি জিপযোগে বগুড়া থেকে যশোর সেনানিবাসে যাচ্ছিলেন। পথে শৈলকুপার বড়দাহ নামক স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় সার্জেন্ট সোহেল আহমেদ, চালক বকুল হোসেন, সৈনিক রবিউল ইসলাম ও জাহিদ হোসেন আহত হন। আহতদের প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে সেনা সদস্য রবিউল ইসলামের অবস্থা গুরুতর বলে জানা গেছে।