জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহে ঢিল দিয়ে কুল পাড়তে গিয়ে ঢিলের আঘাতে গাছ মালিক ও তার স্ত্রী আহত হয়েছে। এতে ক্ষিপ্ত কুলগাছ মালিক শিশু নয়নকে (১২) পিটুনি দিলে সে মারাত্মক আহত হয়।
[ads1]আহত নয়নকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশু নয়ন হাসাদাহ মাঝেরপাড়ার আশাদুল হকের ছেলে। সে হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।