জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের লক্ষ্মীপুর মিল-চাতাল এলাকার একটি চালের দোকানে ট্রাক ভিড়িয়ে চাল লুট করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদল আব্দুল মান্নানের মণ্ডল ট্রেডার্সে হানা দিয়ে দোকানের তালা ভেঙে চাল, চালের গুঁড়া, টাকা ও মোবাইলসেট লুট করে নির্বিঘেœ পালিয়ে যায়। গত বৃহস্পতিবার গভীররাতে এ লুটের ঘটনা ঘটে।
উপজেলার রঘুনন্দনপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মান্নান জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চালের দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তদল তার দোকানের তাল ভেঙে ৮৩ বস্তা চাল, ৯ বস্তা চালের গুঁড়া, ক্যাশ বাক্স ভেঙে ৬ হাজার টাকা ও একটি মোবাইলসেট লুট করে ট্রাকযোগে পালিয়ে যায়। রাতেই তিনি এ লুটের খবর পেয়ে দোকানে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আজ শুক্রবার সকালে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।