গাংনী প্রতিনিধি: ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ২য় বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মেহেরপুর গাংনীতে আনন্দ র্যালি করেছে প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ ও শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান কাজল। অনুষ্ঠানে এ উপজেলার বিভিন্ন প্রান্তের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।