ক্রীড়া প্রতিবেদক: নাইটিঙ্গেল প্রিমিয়ার লিগ (এনপিএল) ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ফার্স্টক্যাপিটাল সুপার কিংস ৩ রানে ফ্রিডম ফাইটার আটকবরকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম সেমিফাইনালে অবশ্য অনেক আগেই চুয়াডাঙ্গা রয়েলস জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে দ্বিতীয় সেমিফাইনালে টসে জয়লাভ করে ফার্স্টক্যাপিটাল সুপার কিংস প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আসিফ সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করে। জবাবে ফ্রিডম ফাইটার আটকবর ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। খেলা শেষে ক্রিকেটারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. শরীফ উদ্দীন হাসু, বাংলা ফোনের স্বত্বাধিকারী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দীন মিঠু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আ.সালাম ও নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর কোচ সাইফ রাসেল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ সৈকত, বিগ সিক্সার রিমন, সর্বোচ্চ উইকেট আকরাম ও সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার লাভ করে আসিফ।
উল্লেখ্য, ফার্স্টক্যাপিটাল সুপার কিংস দলটি ফার্স্টক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার সিনিয়র ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের পক্ষে রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত নিলাম শর্তে কেনেন এবং ফ্রিডম ফাইটার আটকবর দলটি চুয়াডাঙ্গা-১ আসনের এমপি হুইপ সোলায়মন হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে নিলাম শর্তে কেনেন নাতি অতুল জোয়ার্দ্দার। এনপিএল কর্তৃপক্ষ জানায়, আগামী বৃহস্পতিবার ফাইনাল খেলা ক্রিকেট একাডেমীর সভাপতি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের অনুমতি পাওয়া গেলে আগামী শুক্রবার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।