অনূর্ধ্ব-১৪ বিভাগীয় দলে ডাক পেলো চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর দু ক্রিকেটার

 

ক্রীড়া প্রতিবেদক: অনূর্ধ্ব-১৪ এইজভিত্তিক ক্রিকেটে খুলনা বিভাগীয় দলে ডাক পেলো চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর দু ক্রিকেটার। এরা হলো- সরোজগঞ্জ শাহপুরের কাওছার আলমের ছেলে আকরাম ও সরোজগঞ্জ জলিবিলার হাফিজুর রহমানের ছেলে হাসিব আল-হাসান। এ দু ক্রিকেটার চুয়াডাঙ্গা জেলা দলের হয়ে খেলে নির্বাচক মণ্ডলীদের নজর কাড়ে। বিভাগীয় দলে ডাক পাওয়ায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এনপিএল ক্রিকেট লিগেল সদস্য সচিব শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার ও নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর পরিচালক সাংবাদিক ইসলাম রকিব শুভেচ্ছা জানিয়েছেন।