স্টাফ রিপোর্টার: ভালাইপুরে হাফিজুল ইসলামকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে একই গ্রামের ফেরদৌস পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে একটি ভাটার অদুরে মারধর করে ফেলে আসে। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
সূত্র জানায়, চুয়াডাঙ্গা ভালাইপুর মসজিদপাড়ার মৃত সলেমানের ছেলে হাফিজুল ইসলামকে (৩৫) আহত অবস্থায় বিল্লালের ইটভাটার নিকট থেকে কয়েক ব্যক্তি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত হাফিজুল অভিযোগ করে বলে একই গ্রামের রহমত উল্লার ছেলে ফেরদৌস কারণ ছাড়া লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। তবে একটি সূত্র জানিয়েছে দু জনের মধ্যে গাঁজা খাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু জনের মধ্য মারামারি বাধে।