মাথাভাঙ্গা মনিটর: সব গুঞ্জনকে সত্য প্রমাণ করে বিবিসি’র সাবেক আবহাওয়া সংবাদ উপস্থাপিকা রেহাম খানের সাথে বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানি রাজনীতিবিদ ইমরান খান। হাকডাক করে বিয়ের আনুষ্ঠানিকতা না করে ইমরান স্বল্প পরিসরেই বিয়ের কাজ সেরেছেন বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রেহাম খানের গলায় মালা পরিয়েছেন তিনি। রেহামকে ঘরে তোলার আনুষ্ঠানিকতায় শেরওয়ানি পরেন সাবেক এ ক্রিকেট তারকা। বিয়ের পরই নতুন দম্পতির প্রথম ছবি প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। দ্বিতীয় এ বিয়েটি ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে কোনো বিয়ের কার্ড কিংবা বড় ধরনের আয়োজন করেননি ইমরান। তাছাড়া, পেশোয়ারের স্কুলে তালেবান হামলার পর বিয়ে উদযাপন করার মেজাজে ছিলেন না তিনি।
ব্রিটিশ গণমাধ্যমে এর আগে গুঞ্জন ছড়িয়েছিলো যে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান গোপনে বিয়ে করেছেন রেহাম খানকে। সেসময় ওই সব খবরকে ‘অতিরঞ্জিত’ বলে উল্লেখ করেছিলেন ইমরান। কিন্তু সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের কাছে রেহামকে বিয়ে করার কথা স্বীকার করেন তিনি। এর আগে ১৯৯৫ সালে জেমিমা খানকে বিয়ে করেছিলেন ইমরান। নয় বছর পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সেই ঘরে ইমরানের দু সন্তানও রয়েছে।
অন্যদিকে, রেহাম খানের প্রথম সংসারে রয়েছে তিন সন্তান। বর্তমানে তিনি ডন নিউজে কাজ করছেন।