খবর:(চুয়াডাঙ্গায় এক নারী মাদকব্যবসায়ীর জেল-জরিমানা)
পুরুষ-নারী সমান সমান
সবাই সমান খাদক,
নারীরা তাই সমানতালে
ব্যবসা করে মাদক।
একই রকম সুরে সুরে
মধুর মধুর গান করে,
এক গেলাসে পাশাপাশি
বসে ওরা পান করে।
পিছিয়ে কেউ থাকছে না তাই
সমানে দাও টান,
কিসের নারী কিসের পুরুষ
ফেন্সি-গাঁজা খান।
Ñআহাদ আলী মোল্লা