গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার আকুবপুর সমতা ইটভাটায় পুলিশ ও সন্ত্রাসীদের মাঝে গুলি বিনিময় হয়েছে। গত বুধবার রাত একটার দিকে ইটভাটার শ্রমিকদের অপহরণের সময় পুলিশ প্রতিরোধ করলে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। সন্ত্রাসীরা ইটভাটা মালিকের কাছে চাঁদার দাবিতে একটি মোবাইল নম্বর দিয়ে গেছে।
জানা গেছে, বুধবার গভীর রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী সমতা ও পার্শ্ববর্তী থ্রিস্টার ইটভাটায় হানা দিয়ে ১১ জন শ্রমিককে অপহরণ করে। তাদেরকে পার্শ্ববর্তী মাঠে বেঁধে রাখা হয়। খবর পেয়ে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। পুলিশ পাল্টা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে শ্রমিকদের ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
তবে যাওয়ার আগে সন্ত্রাসীরা ইটভাটার শ্রমিকদের কাছে একটি মোবাইল নম্বর দিয়ে দু লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে জানান সমতা ইটভাটা মালিক মনিরুজ্জামান আতু। গাংনী থানাসূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই বিভিন্ন স্থানে অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।