মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলতি কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৫-তে গত মঙ্গলবার বোতামের সমান ক্ষুদ্রাকৃতির নতুন চিপ কিউরি উন্মোচন করেছেন চিপ জায়ান্ট ইনটেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিচ। ক্ষুদ্রাকৃতির হওয়ায় এটি যেকোনো পরিধেয় প্রযুক্তিপণ্যে ব্যবহার করা সম্ভব। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, কিউরি সিইএস ২০১৪-তে উন্মোচিত স্ট্যাম্প আকৃতির এডিসন চিপের নতুন সংস্করণ। ম্যাশএবল জানিয়েছে, পরিধেয় প্রযুক্তিপণ্যে ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রসেসিং ক্ষমতা, ব্লুটুথ এলই এবং সেন্সর রয়েছে কিউরিতে। ভবিষ্যতের পরিধেয় প্রযুক্তিপণ্যের কথা চিন্তা করেই এ চিপটি ডিজাইন করা হয়েছে। চিপটি পরিধেয় প্রযুক্তিপণ্যে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছে ইনটেল। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক নাগাদ চিপটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।