স্টাফ রিপোর্টার: অবরুদ্ধ খালেদা জিয়ার খোঁজখবর নিতে টেলিফোন করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ। গত বুধবার রাতে এ টেলিফোন আসে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন। তিনি বলেন, পেপার স্প্রের কারণে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজখবর নিয়ে তার আশু সুস্থতা কামনা করেছেন বিজেপি প্রেসিডেন্ট। টেলিফোনে দুজনে কুশল বিনিময় করেন বলেও মারুফ কামাল জানান। তিনি বলেন, টেলিফোন করে খোঁজখবর নেয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের জনতা পার্টির প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন। প্রেসসচিব বলেন, দেশ-বিদেশের আরও অনেকে টেলিফোন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। গত সোমবার পুলিশের ছোড়া পেপার স্প্রের কারণে অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান মারুফ কামাল। ৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত শনিবার রাত থেকে দলীয় কার্যালয়ে আটকে আছেন খালেদা জিয়া। মারুফ কামালসহ কয়েকজন রয়েছেন তার সাথে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অবশ্য পুলিশ খালেদা জিয়ার কার্যালয়ের মূল দরজার তালা খুলে দিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।